কম ডাটায় হোয়াটসঅ্যাপ অডিও-ভিডিও কল করবেন যেভাবে

মহামারি করোনাভাইরাসের কারণে অনেকে বাসায় থেকে অফিস করছেন। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বাইরে বের হওয়া লাগছে না। এমন পরিস্থিতিতে ইন্টারনেটের ওপর আমাদের নির্ভরতা আরও বেড়ে গেছে।

বাসায় থেকে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের জন্য ইন্টারনেটের সহায়তা নিচ্ছে বেশিরভাগ ব্যবহারকারী। এক্ষেত্রে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে অডিও এবং ভিডিও কলের হার আগের চেয়ে বেড়েছে।

যেসব হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী নিয়মিত অডিও এবং ভিডিও কল করেন তাদের ইন্টারনেট প্যাকেজ বা ডাটা খরচের প্রতি বাড়তি নজর দিতে হয়। বিশেষ কৌশল অবলম্বন করলে আপনি অল্প ডাটা খরচের মাধ্যমে প্রয়োজনীয় কল সম্পন্ন করতে পারবেন। দেখে নিন কীভাবে সেটি সম্ভব-

১. এই কৌশল অবলম্বন করতে হলে হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটির প্রয়োজন হবে। আপনার স্মার্ট ফোনে সর্বশেষ ভার্সনটি না থাকলে সেটি আপডেট করে নিন।

২. প্রথমে স্মার্ট ফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।

৩. ওপরের ডান কোণায় থাকা তিনটি ডট চিহ্নিত অপশনে ক্লিক করুন। সেখান থেকে ‘সেটিংস’ অপশনে যান।

৪. এবার একটু নিচের দিকে ‘স্টোরেজ অ্যান্ড ডাটা’ অপশনটি পাবেন। এখানে ক্লিক করার পর ‘ইউজ লেস ডাটা ফর কলস’ নামের একটি অপশন আসবে। এই অপশনটি চালু করেই আপনার ইন্টারনেট ব্যয় কমাতে পারবেন। সূত্র: গেজেটস নাউ