অ্যাপলের স্মার্ট ঘড়িতে ইসিজি ফিচার ব্যবহার করবেন যেভাবে

অ্যাপল ওয়াচে ইসিজি ফিচার চালু করা হয় ২০১৮ সালে। এই ফিচারে থাকা ইলেকট্রিক্যাল হার্ট সেন্সরের মাধ্যমে হার্টবিট রেকর্ড করতে পারেন ব্যবহারকারীরা। পরবর্তীতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা হয় যে ওই হার্টবিটে কোনও ধরনের ছন্দপতন ঘটছে কিনা।

অ্যাপল ওয়াচের ইসিজি ফিচার নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং এখনও হচ্ছে। বলা হয়ে থাকে, হার্টবিটের ছন্দপতন চিহ্নিত করে অনেক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছে এই ফিচার। দেখে নিন কীভাবে ব্যবহার করবেন অ্যাপল ইসিজি ফিচার-

পূর্বশর্ত:

১. অ্যাপল ওয়াচের সিরিজ ৪, সিরিজ ৫ এবং সিরিজ ৬ মডেলে এই ফিচার কার্যকর। সিরিজ ৪ এর আগের কোনও ডিভাইসে ইসিজি ফিচার কাজ করবে না। ২০২০ সালে বাজারে আসা অ্যাপল ওয়াচ এসই মডেলেও এই সুবিধা নেই।

২. আপনার দেশে বা অঞ্চলে ইসিজি অ্যাপ সাপোর্ট করবে কিনা তা নিশ্চিত হয়ে নিন।

৩. আপনার আইফোন এবং অ্যাপল ওয়াচ দুটোরই সর্বশেষ ভার্সন আপডেট করে নিতে হবে।

৪. বয়স অবশ্যই ২২ বছরের ওপর হতে হবে। ২২ বছরের নিচের কোনও ব্যবহারকারীর জন্য ইসিজি ফিচার কার্যকর নয়।

যেভাবে ব্যবহার করবেন:

১. ইসিজি অ্যাপ ইনস্টল করে সেটআপ দিন।

২. অ্যাপল ওয়াচে ইসিজি অ্যাপ ওপেন করতে হবে।

৩. টেবিলের ওপর আপনার বাহু রাখুন। এ সময় অ্যাপল ওয়াচটি আপনার কব্জিতে থাকতে হবে।

৪. অন্য হাতে ডিজিটাল ক্রাউন ধরে রাখতে হবে। এ সময় ডিজিটাল ক্রাউনে চাপ দেওয়া যাবে না।

৫. রেকর্ডিংয়ের জন্য ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে।

৬. রেকর্ডিং সম্পন্ন হওয়ার পর কয়েকটি ধাপ পাবেন। এখানে আপনি শরীরের বিভিন্ন উপসর্গ যোগ করতে বা বাছাই করতে পারবেন।

৭. শেষে সেভ অপশনটি চাপ দিন এবং ‘ডান’ বাটনে ক্লিক করুন। সূত্র : গেজেটস নাউ