কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ আনছে অ্যাপল

অ্যাপল পে  দিয়ে কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ আনতে যাচ্ছে অ্যাপল। এটি চালু হলে ক্রেডিট কার্ডের মতই বিভিন্ন মেয়াদে কিস্তিতে পণ্যের মূল্য পরিশোধ করা যাবে। যদিও অনলাইনে ইনস্টলমেন্ট এর মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা রয়েছে এফার্ম ও পেপ্যালে।

ব্লুমবার্গের দেওয়া তথ্য অনুযায়ী অ্যাপল অ্যাপেল পে লেটার নামে এই সেবাটি চালু করার জন্য গোল্ডম্যান স্যাকসের সঙ্গে কাজ করে যাচ্ছে। এতে অনলাইন এবং সরাসরি দোকান অর্থাৎ উভয় ভাবেই পণ্য কেনার ক্ষেত্রে কাজ করবে। তবে সংবাদমাধ্যম এনগ্যাজেট জানিয়েছে কবে নাগাদ এই সেবাটি চালু হবে এবং এক্ষেত্রে সুদের হার কেমন হবে তার কোনোটি এখনও নিশ্চিত নয়।

সংবাদমাধ্যমটি আরও জানায়,  এভাবে পণ্য কেনার ক্ষেত্রে মূল্য পরিশোধের দুটো অপশন থাকবে। তার মধ্যে একটি হলো ‘অ্যাপল পে  ইন ৪’ অর্থাৎ এই অপশনে কোনও রকম সুদ ছাড়াই দুই মাসে চারটি কিস্তির মাধ্যমে পণ্য কেনা যাবে। অন্য আরেকটি অপশনে মাসের সংখ্যা আরও বাড়ানো যাবে। তবে সেটার জন্য গুনতে হবে অতিরিক্ত  সুদ।

এ বিষয়ে বিস্তারিত জানার জন্য এনগেজট অ্যাপলের কাছে মন্তব্য চেয়েছে। সেটি পাওয়া গেলে এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তবে অ্যাপলের এই সিদ্ধান্তকে একটি লজিক্যাল এক্সটেনশন হিসেবে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। উল্লেখ্য এই সুবিধাটি অ্যাপল কার্ডে ইতিমধ্যেই চালু রয়েছে।