হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে আবেদন করবেন যেভাবে

কোনও অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হলে তা পুনর্বিবেচনার জন্য আবেদনের সুযোগ দিতে নতুন একটি ফিচার চালু করেছে হোয়াটসঅ্যাপ। এক মাস আগে আইওএস’র বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হয়। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও একই ফিচার চালু করা হবে।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, নিষিদ্ধ অ্যাকাউন্ট ফিরে পেতে সহজে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা। সেই সুযোগ করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে ফিচারটি নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী সাইট ওয়াবেটাইনফো বলছে, অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে এ রকম ফিচার নজরে এসেছে তাদের। নতুন ফিচারটির নাম 'ব্যান রিভিউ' হবে বলে মনে করা হচ্ছে। এই ফিচার সবার জন্য চালু হলে নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্ট ফিরে পেতে আবেদন করা যাবে কোনও ঝামেলা ছাড়াই।

বর্তমানে কারও অ্যাকাউন্ট নিষিদ্ধ হলে হোয়াটসঅ্যাপের সাপোর্ট পেজের মাধ্যমে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হয়। কিন্তু নতুন ফিচারটি চালু হলে সরাসরি অ্যাপ থেকেই হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ব্যবহারকারীরা।