হোয়াটসঅ্যাপে আসছে প্রোফাইল পিকচার লুকানোর ফিচার

ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে নির্দিষ্ট কিছু মানুষের জন্য প্রোফাইল পিকচার গোপন রাখা যাবে। এছাড়া প্রয়োজনে ‘লাস্ট সিন’ সুবিধাটিও গোপন রাখতে পারবেন ব্যবহারকারীরা।

হোয়াটসঅ্যাপের ফিচার পর্যবেক্ষণকারী সাইট ওয়াবেটাইনফোর বরাত দিয়ে ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তা আরও উন্নত করতে প্রোফাইল পিকচার ও লাস্ট সিন গোপন করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। সেপ্টেম্বরের শুরুতে আইওএস ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে সুবিধাগুলো চালু হয়। এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই ফিচারের পরীক্ষা চালানো হচ্ছে। 

ওয়াবেটাইনফো তাদের প্রতিবেদনে জানায়, লাস্ট সিন, প্রোফাইল পিকচার, অ্যাবাউট ইত্যাদি সেকশনের জন্য ‘মাই কন্টাক্ট এক্সসেপ্ট’ নামের নতুন অপশন যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এই সুবিধার মাধ্যমে নির্দিষ্ট কিছু ব্যক্তি থেকে নিজেকে গোপন রাখতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। গোপনীয়তা বজায় রাখতে এখন আর সবার জন্য লাস্ট সিন বন্ধ করতে হবে না।

হোয়াটসঅ্যাপের নতুন এসব সুবিধা গোপনীয়তার পাশাপাশি ব্যবহারকারীদের সুরক্ষাও নিশ্চিত করবে। হোয়াটসঅ্যাপের এই ফিচার বর্তমানে বেটা ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন। কবে সবার জন্য ফিচারটি চালু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।