এয়ারপডস কি অ্যাপলের সেরা পণ্য হতে যাচ্ছে?

টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি নতুন সংস্করণের এয়ারপডস (তারবিহীন ইয়ারফোন) বাজারে এনেছে। অবশ্য বেশ কিছুদিন ধরেই তৃতীয় প্রজন্মের এই এয়ারপডস নিয়ে তথ্যপ্রযুক্তির দুনিয়ায় ব্যাপক আলোড়ন চলছে।

বিশেষজ্ঞদের ধারণা, নতুন সংস্করণের এই এয়ারপডস থ্রি দুনিয়া কাঁপাবে। এমনকি এটি বাণিজ্যিকভাবে অ্যাপলের অন্যান্য পণ্য যেমন ম্যাকবুক, আইফোন, হোমপড মিনি ইত্যাদিকেও ছাড়িয়ে যেতে পারে।

ওয়েডবুশের বিশ্লেষক ড্যান আইভসের উদ্ধৃতি দিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের মধ্যে অ্যাপল ১০ কোটি এয়ারপডস বিক্রি করবে। কোম্পানিটি এয়ারপডসকে ইতোমধ্যে বার্ষিক ২ হাজার কোটি ডলারের বাণিজ্যে পরিণত করতে সক্ষম হয়েছে।

অ্যাপল গতবছর কেবল এয়ারপডস থেকেই ১ হাজার ২০০ কোটি ডলার আয় করেছে যা টুইটার ও স্পটিফাইয়ের মতো কোম্পানির চেয়েও বেশি।

তবে এ বছর স্যামসাং, শাওমি ও অন্যান্য মোবাইল কোম্পানিগুলোর স্বল্প মূল্যের তারবিহীন ইয়ারফোন বাজারে আসায় এয়ারপডসের চাহিদা কিছুটা কমেছে। কিন্তু নতুন এয়ারপডস থ্রি বাজারে আসামাত্র তা নিয়ে ইতোমধ্যে তুমুল মাতামাতি শুরু হয়েছে। আগামী মাসের মধ্যে ১৭৯ ডলার মূল্যের এয়ারপডস থ্রি বিক্রিতে আগের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।সূত্র: টাইমস অফ ইন্ডিয়া