ভয়েস মেসেজ পাঠানোর আগে প্রিভিউ করা যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজ বেশ জনপ্রিয়। ফেসবুক মেসেঞ্জারের মতো এর কোনও সময়ের সীমাবদ্ধতা নেই। অপর প্রান্তে ভয়েসটি শোনা হলে তাও বোঝার উপায় আছে এতে। একইসঙ্গে গতি পরিবর্তনের সুযোগও পাওয়া যায়।

এবার কোনও ভয়েস মেসেজ পাঠানোর আগে তা শুনে নিয়ে পাঠানোর ব্যবস্থা করলো হোয়াটসঅ্যাপ। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম জিএসএম অ্যারিনা। এজন্য প্রথমে মাইক্রোফোন বাটনে চেপে ধরে ভয়েস রেকর্ড করতে হবে। এরপর স্লাইডআপ করে হ্যান্ডস-ফ্রি রেকর্ডিং মুডে যেতে হবে। রেকর্ড হয়ে গেলে বাটন বন্ধ করে এরপর প্রিভিউ প্লে করতে হবে। রেকর্ডিং ঠিক থাকলে পরে এটি পাঠানো যাবে।

সংবাদমাধ্যম জিএসএম অ্যারিনা আরও জানায়, ফেসবুক ও ইনস্টগ্রাম উভয় চ্যাটে এমন ফিচার এখনও চালু করা হয়নি। তবে এগুলোর মাইক্রোফোনের মাধ্যমে রেকর্ডিংয়ের ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে দীর্ঘ সময় প্রেস করে না থেকে রেকর্ডিং করা যায়।

ফিচারটি চালু হলেও সব ডিভাইসে এখনও তা পৌঁছায়নি। শিগগিরই এটি সব অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে পাওয়া যাবে।