কোডার্সট্রাস্ট এখন যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক প্রতিষ্ঠান

ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার পর এবার আমেরিকায় বিস্তৃতি ঘটালো তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে প্রথম সারির বৈশ্বিক প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। এখন থেকে যুক্তরাষ্ট্রেই থাকবে এর সদর দফতর। এ নিয়ে বিশ্বের ছয়টি দেশে সংস্থাটির কার্যালয় চালু হলো। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানা যায়। 

ডিজিটাল দক্ষতাকে সহজলভ্য ও নির্বাহযোগ্য ব্যয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় কোডার্সট্রাস্ট। এটি যৌথভাবে প্রতিষ্ঠা করেন তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা বাংলাদেশি-আমেরিকান আজিজ আহমদ এবং ডেনমার্কের সাবেক সামরিক কর্মকর্তা ও প্রযুক্তি উদ্যোক্তা ফার্দিনান্দ কেজারলফ। 

করোনা মহামারির পরিপ্রেক্ষিতে কোডার্সট্রাস্ট জানায়, ডিজিটাল প্ল্যাটফর্মে স্বল্প খরচে কার্যকরভাবে কাজগুলো সম্পন্ন করার পথ তৈরি হয়েছে। বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের প্রকল্প বাস্তবায়নের দল গঠনে ডিজিটাল দক্ষতার ফ্রিল্যান্সারদের খুঁজে নিচ্ছে। প্রতিনিয়ত আরও বেশি বেশি মানুষ এই প্রক্রিয়ায় শামিল হয়ে নিজেরাই খুঁজে বের করে নিচ্ছে কার জন্য, কখন, কোথায় ও কীভাবে কাজ করবে। তারা স্বাধীনভাবে কাজ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে। 

কোডার্সট্রাস্ট্রের চেয়ারম্যান আজিজ আহমদ বলেন, ‘বেশি বেশি মানুষের কাছে ডিজিটাল দক্ষতার শিক্ষা পৌঁছে দেওয়াটা আমার বরাবরের স্বপ্ন। বিশ্বের যেকোনও দেশের জন্য তারুণ্যই সবচেয়ে বড় শক্তি। তারুণ্যকেই আমরা ডিজিটাল দক্ষতায় গড়ে তুলে দারিদ্র্য থেকে বের করে আনার চেষ্টায় আছি।’