ডাকঘর ডিজিটাল করতেই হবে: মোস্তাফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মনে করেন, ডিজিটাল বাংলাদেশে ডাকঘরকে ডিজিটাল করতেই হবে। তিনি বলেছেন, ‘ডাক কর্মচারীদের একটি নির্ধারিত সময়ের মধ্যে ন্যূনতম ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানসহ ডিজিটাল ডাকঘর বিনির্মাণে উদ্যোগ বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দেন ডাকমন্ত্রী। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন তিনি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঢাকায় জিপিও মিলনায়তনে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘ডাকঘর ডিজিটাল হলে দুর্নীতি থাকবে না।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান ডাক বিভাগের দুর্নীতি নির্মূল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মুক্তিযুদ্ধে ডাক বিভাগের কর্মীদের অবদানের জন্য অনুষ্ঠানে তাদের প্রতি শ্রদ্ধা জানান ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। এছাড়া বক্তব্য রাখেন ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজউদ্দিন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়নের সভাপতি মুসলেহ উদ্দিন হাওলাদার।