স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নতুন ওয়েবসাইট ও অনলাইন কুইজ

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ওয়েবসাইট (https://bangladesh50.gov.bd/) এবং সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি মিলনায়তনে এসব আয়োজন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আশা, নতুন ওয়েবসাইট এবং এ ধরনের কুইজ প্রতিযোগিতা শিশুসহ সব বয়সীদের মাঝে ইতিবাচক মনোভাব তৈরির পাশাপাশি মেধার বিকাশ ঘটাতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, গৌরব, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও দর্শন জানার সুযোগ করে দিতে সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজের আয়োজন।’

অনুষ্ঠানে জানানো হয়, কুইজে অংশ নিতে আজ থেকে ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর ওয়েবসাইটে নাম নিবন্ধন করা যাবে।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ ১ মার্চ, ‘খ’ গ্রুপ ২ মার্চ এবং ‘গ’ গ্রুপ ৩ মার্চ অংশ নিতে পারবে। গ্রুপভিত্তিক বসয়সীমা ‘ক’ গ্রুপ: ৮-১২ বছর, ‘খ’ গ্রুপ: ১৩-১৮ বছর, ‘গ’ গ্রুপ: ১৯-তদুর্ধ্ব বছর। প্রতিযোগিতার সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।