শুধু চ্যাট নয়, ভিডিও কলও করা যাচ্ছে মেসেঞ্জারে

মেসেঞ্জারে ভিডিও কল

ফেসবুকের মেসেঞ্জারে বাংলাদেশ থেকে এতোদিন শুধু চ্যাট করা যেত। এখন থেকে স্কাইপের মতো বিনা খরচে ভয়েস ও ভিডিও কলও করা যাচ্ছে। বাংলাদেশের ব্যবহারকারীদের জন্যও এই সেবাটি উন্মুক্ত করা হয়েছে।

মেসেঞ্জারে এই ফিচারটি যুক্ত থাকলেও বাংলাদেশের জন্য সেবাটি ডিজেবল করা ছিল। নির্দিষ্ট কয়েকটি দেশ ছাড়া অন্য দেশগুলোতে এ সুবিধা ছিল না। এরইমধ্যে বাংলাদেশের ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন।

প্রায় সব দেশে ভিডিও কলিং সুবিধা যুক্ত করার বিষয়টিকে বড় ধরনের নেটওয়ার্ক বিস্তৃতি হিসেবে দেখছে ফেসবুক কর্তৃপক্ষ।

এর আগে মাত্র ১৮টি দেশের ফেসবুক ব্যবহারকারীরা এই সুবিধাটি ব্যবহারের সুবিধা পেয়েছিলেন, বর্তমানে ৬০ কোটি মানুষ মেসেঞ্জার সেবাটি ব্যবহার করছেন।

কেউ কেউ অভিযোগ করেছেন, মেসঞ্জারে কথা বলতে পারছেন না, সেক্ষেত্রে ফেসবুকের পরামর্শ হলো আপনার মেসেঞ্জার অ্যাপটি আপডেট করে নিন। অনেক সময় শব্দ (কল) শুনতে সমস্যা হলে, নতুন করে অ্যাপটি ডাউনলোড করে নিন।

/এইচএএইচ/