অর্থের বিনিময়ে টুইটার ব্যবহারের পরামর্শ মাস্কের

ইলন মাস্কের টুইটার অধিগ্রহণ এখনও পুরোপুরি সম্পন্ন হয়নি। কিন্তু ইতোমধ্যেই তিনি সাইটটিতে পরিবর্তনের কাজে নেমেছেন। এ পর্যন্ত তার সর্বশেষ পরিকল্পনা হলো সরকার এবং বিভিন্ন কর্পোরেশনকে অর্থের বিনিময়ে টুইটার ব্যবহার করতে দেওয়া।

এক টুইটে মাস্ক জানান, টুইটার সবসময়ই সাধারণ ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে থাকবে। তবে সরকার এবং বিভিন্ন কর্পোরেশন থেকে অল্প কিছু মূল্য নেওয়া হবে। তবে ভার্জ জানায়, এটি মাস্কের একটি প্রাথমিক ধারণা, যা তিনি টুইটে প্রকাশ করেছেন। আবার রয়টার্স জানায়, ইতোপূর্বে মাস্ক পরামর্শ দিয়েছিলেন মিডিয়া প্রতিষ্ঠান থেকে কোট অথবা এমবেড টুইটের জন্য চার্জ ধার্য করতে। এ বিষয়ে তার যুক্তি খুব সোজা। সেটা হলো টুইটার এখন সম্পূর্ণ বিনামূল্যে, আর জনগণের জন্য দরকার পণ্য। সুতরাং কোনও এখানে চার্জ ধার্য করা হবে না।

ভার্জ জানায়, চার্জের ক্ষেত্রে এখনও কিছু বিষয় প্রশ্নবিদ্ধ। এটা এখনও নিশ্চিত নয় যে আসলে কোন ক্ষেত্রে চার্জ ধরা হতে পারে। এক হতে পারে কোটেশনের ক্ষেত্রে। আবার আরেকটি হতে পারে এমবেড টুইটের ক্ষেত্রে। আবার কর্পোরেশনের ক্ষেত্রে কতো বড় কর্পোরেশন হলে তার ওপর চার্জ প্রযোজ্য হবে সেটাও নিশ্চিত নয়।