২০ টাকার নিচে রিচার্জ বন্ধের কারণ জানালো গ্রামীণফোন

গ্রামীণফোনে এখন থেকে ২০ টাকার কম রিচার্জ করা যাবে না। অপারেটরটি গ্রাহকদের এসএমএস পাঠিয়ে এই তথ্য জানিয়েছে। প্রোডাক্টের (পণ্য) সরলীকরণ করতেই রিচার্জে এমন পরিমাণ নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে গ্রামীণফোন।

তবে গ্রাহকরা ১৪ ও ১৬ টাকার মিনিট প্যাক কিনতে পারবেন। ৯, ১০ ও ১৯ টাকার স্ক্র্যাচকার্ডগুলো আগের মতোই ব্যবহার করতে পারবেন।

প্রসঙ্গত, আগে গ্রামীণফোনের সর্বনিম্ন চার্জ (ফ্লেক্সিলোড) করা যেত ১০ টাকা। এখন ২০ টাকা রিচার্জ করলে গ্রাহকরা। ১ মাস মেয়াদ পাবেন।

জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাসার বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের বিভিন্ন প্রোডাক্টের সুবিধা সরলীকরণ করার অংশ হিসেবে ফ্লেক্সিলোডের সর্বনিম্ন রিচার্জের নতুন অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে। 

তবে ২০ টাকার কমে ‘সুলভ মূল্যে’ ১৪ ও ১৬ টাকার মিনিট প্যাকগুলো এবং সব রিচার্জ কার্ড আগের মতোই চালু থাকবে উল্লেখ করে তিনি বলেন, এছাড়াও ২১ এবং ২৯ টাকা রিচার্জে দুই দিন এবং তিন দিন মেয়াদে যে কোনও লোকাল নম্বরে পাওয়া যাবে স্পেশাল কলরেট।