টুইটারে ৩টি নতুন ফিচার যুক্ত করার ঘোষণা মাস্কের

লং ফর্ম টেক্সট বা সহজ বাংলায়  রচনা লেখার সুবিধা যুক্ত হতে যাচ্ছে টুইটারে। সম্প্রতি টুইটারের বর্তমান সিইও ইলন মাস্ক এমনই একটি ঘোষণা দিয়েছেন। ফিচারটি কবে চালু হবে এমনটি না জানালেও মাস্ক প্রতিজ্ঞা করেছেন এই ফিচারটি তিনি চালু করবেন। যেন ব্যবহারকারীদের নোট প্যাডে লিখে সেটার স্ক্রিনশট ব্যবহার করার ঝামেলা আর পোহাতে না হয়।

পাশাপাশি আরও দুটো ফিচার যুক্ত করার ঘোষণাও দিয়েছেন মাস্ক। এর একটি হলো ক্রিয়েটরদের মনিটাইজেশনের জন্য একটি অতিরিক্ত টুল আর সার্চ ফাংশনালিটিকে আরও উন্নত করা। মাস্ক বলেন, বর্তমান টুইটারে সার্চ করতে গেলে সেই ৯৮ সালের ইনফোসেক এ সার্চ করার কথা মনে পড়ে।

এদিকে মাস্কের ঘোষণার পর এনবিসি নিউজের রিপোর্টার বেন কলিনস জানান,  মাস্ক টুইটার অধিগ্রহণের পূর্বেই টেক্সট শেয়ারিংয়ের একটি ফিচার নিয়ে পরীক্ষামূলক ভাবে কাজ করছিল টুইটার। তিনি আরও বলেন, মাস্ক মূলত তার ছাঁটাই করে দেওয়া কর্মীদের কাজ দেখিয়ে বাহবা নিচ্ছেন।

এদিকে গত শনিবার টুইটার ব্লু সাবস্ক্রিপশনকে বিশেষ রূপ দেওয়ার জন্য অবকাঠামোগত পরিবর্তন নিয়ে কাজ শুরু করেছে। এই পরিষেবাটির মাধ্যমে ব্যবহারকারীকে তার অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এবং আরও কার্যকরী কিছু  ফিচার ব্যবহার করার জন্য মাসে ৮ ডলার করে মূল্য পরিশোধ করতে হবে। ইতোপূর্বে মাস্ক কনটেন্ট ক্রিয়েটরদের বিশেষ সহযোগিতার কথা বললেও এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি। তবে টুইটার অধিগ্রহণের পর  অনেক হাই প্রোফাইল  লোকজনই  টুইটার ছেড়ে চলে গেছেন বলে জানায় সংবাদমাধ্যম এনগেজেট।