স্মার্ট উদ্যোক্তা উন্নয়নে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ই-ক্যাব

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উদ্যোক্তাদের তথ্যপ্রযুক্তি ব্যবহারে আরও স্মার্ট এবং দক্ষ করে তুলতে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এছাড়া উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতার উন্নয়ন এবং ব্যবসায় প্রসারে পারস্পরিক নেটওয়ার্ক ব্যবহার করে জাতীয় অর্থনীতিতে দেশের এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণকে আরও গতিশীল করতে এখন থেকে একত্রে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং ই-ক্যাব।

বুধবার (১৭ মে) এসএমই ফাউন্ডেশন ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মধ্যে এক সমঝোতা স্মারক সই হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) পক্ষে সভাপতি শমী কায়সার সমঝোতা স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষ হতে এই চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশন চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান, ই-ক্যাব উইমেনস ফোরামের সভাপতি নাজনীন নাহার, সহ-সভাপতি জেরিন মারজান খান প্রমুখ।

চুক্তি অনুযায়ী দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প সুরক্ষা এবং উন্নয়নে একসঙ্গে কাজে করবে এসএমই ফাউন্ডেশন ও ই-ক্যাব।