ভারতে তারহীন অডিও পণ্য উৎপাদন করবে শাওমি

ভারতে তারহীন অডিও পণ্য উৎপাদন করতে যাচ্ছে শাওমি। শাওমির ভারতের অংশীদার এবং ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান অপটিমাসের সঙ্গে এই কাজ করবে। মূলত আঞ্চলিক উৎপাদনের একটি অংশ হিসেবে শাওমি এটি করছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স।

জানা যায়, ভারতের উত্তর প্রদেশে অপটিমাস ইলেকট্রনিক্সের কারখানায় শাওমি ইন্ডিয়া তাদের প্রথম লোকাল অডিও গেজেট তৈরি করবে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, লোকাল সোর্সের মাধ্যমে তারা আগামী ২০২৫ সালের মধ্যে উৎপাদন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে।

তবে শাওমি ভারতে কী ধরনের অডিও পণ্য তৈরি করবে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি বলে জানায় রয়টার্স। পণ্যের তালিকায় এর সংখ্যা আরও বাড়বে বলে জানায় প্রতিষ্ঠানটি। শাওমির ভারতে বিক্রি করা বেশিরভাগ স্মার্টফোন এবং টিভি সেখানেই উৎপাদিত। ভারতে তারা স্পিকার, এয়ার-বাডস, তারহীন বা তারযুক্ত হেডফোন বিক্রি করে থাকে।