৬ জিবি র‍্যামের ফোন নিয়ে এলো সিম্ফনি

৬ জিবি র‍্যামের মোবাইল ফোন নিয়ে এলো সিম্ফনি। জেড৬০ প্লাস মডেলের ফোনটি মেটালিক সিলভার এবং রিফ্লেক্টিভ ব্লু কালারে বাজারে পাওয়া যাচ্ছে। দাম ১১ হাজার ৯৯৯ টাকা।

ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রোয়েড ১২। এই হ্যান্ডসেটটিতে আছে ৬.৬ ইঞ্চি ইনসেল পাঞ্চ হোল ডিসপ্লে, ২.০ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, সেলফি তোলার জন্য আছে ২.০ অ্যাপারচার’র ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি।

এটাতে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে। মেমরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। এতে আরও আছে ১৮ ওয়াটের একটি ফাস্ট চার্জার যা দিয়ে ৪৫ মিনিটে ৬০ পার্সেন্ট চার্য করা যাবে।

সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, সিম্ফনি ২০০৯ থেকে শুরু করে এখন পর্যন্ত গ্রাহকের কথা চিন্তা করেই হ্যান্ডসেট বাজারে আনছে। তারই প্রতিফলন জেড৬০ প্লাস। এখনকার সময়ে সবাই চায় হাই কনফিগারেশনের একটি স্মার্টফোন ইউজ করতে। কিন্তু সবার সেই সামর্থ্য থাকে না, সে কথা চিন্তা করেই এটি আনার পরিকল্পনা করা হয়। -বিজ্ঞপ্তি