বাংলালিংক নিয়ে এলো ট্যুরিস্ট সিম

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক ট্যুরিস্ট সিম চালু করেছে। সাধারণ সিম ও ই-সিম– উভয়ক্ষেত্রেই এটি প্রযোজ্য হবে।

বুধবার (৫ জুলাই) গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানিয়েছে অপারেটরটি।

ভ্রমণকারীদের বিভিন্ন চাহিদা পূরণে বাংলালিংক এই সিমে ৬টি ভিন্ন প্যাকেজ চালু করেছে। প্যাকেজগুলোর মেয়াদ যথাক্রমে ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন। পর্যটকরা স্থানীয় ও আন্তর্জাতিক কল এবং এসএমএস ছাড়াও বাংলালিংকের নানা ডিজিটাল সেবা ব্যবহার করতে পারবেন। ব্যবহারকারীদের ভিসার মেয়াদ বা ক্রয়কৃত প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পরে ট্যুরিস্ট সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।  

পর্যটকরা তাদের পাসপোর্ট দেখিয়ে দেশের নির্ধারিত প্রবেশপথ এবং জনপ্রিয় পর্যটন এলাকাগুলো থেকে সর্বোচ্চ দুইটি সিম কিনতে পারবেন।  

বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, ডিজিটাল অপারেটর হিসেবে বিদেশি পর্যটকদের জন্য নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে আমরা এই উদ্যোগটি চালু করেছি। আমাদের মূল লক্ষ্য পর্যটকদের সহজে ও নিরন্তরভাবে সংযুক্ত রাখা।