ইসলামী ব্যাংক ব্যবহার করবে লেনোভোর কম্পিউটার

ইসলামী ব্যাংক লেনোভোর ১ হাজার ৫০০ ল্যাপটপ, ৫০টি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করবে। এ বিষয়ে আগেই প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। রবিবার রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্য হস্তান্তর করা হয়।   

লেনোভো’র ওভারসিস বিজনেস, কনজুমার, কমার্শিয়াল ও ট্যাবলেট বিষয়ক জেনারেল ম্যানেজার নবীন কেজরিওয়াল অনুষ্ঠানে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাথে এই রূপান্তরমূলক যাত্রা শুরু করতে পেরে আমরা রোমাঞ্চিত। লেনোভোর নির্ভরযোগ্য প্রযুক্তি সমাধান যা উদ্ভাবনী এবং ব্যবসার ক্ষমতায়নের প্রতিশ্রুতিকে আরও জোরদার করবে।

অনুষ্ঠানে এ দেশে লেনোভোর ব্যবসায়িক অংশীদার এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, দেশের তরুণ প্রজন্ম স্মার্ট বাংলাদেশ গড়ার মূল শক্তি হিসেবে কাজ করবে। আজ আমাদের নিজেদেরকে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ, যাতে আমরা আগামীকাল শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  জে. কিউ. এম. হাবিবুল্লাহ, মোকাররম হুসাইন, ব্র্যাকনেট লিমিটেডের হেড অব অপারেশন্স মোহাম্মদ জসিম উদ্দিন, কম্পিউটার ভিলেজের ম্যানেজিং পার্টনার মাসুদ হোসেন প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-বিজ্ঞপ্তি