ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স চায় ভিওন ও বাংলালিংক

আন্তর্জাতিক ডিজিটাল অপারেটর ভিওন লিমিটেড বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাংলালিংকের সঙ্গে যৌথভাবে ডিজিটাল ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে। বাংলালিংক ভিওনের পূর্ণ মালিকানাধীন একটি প্রতিষ্ঠান।

প্রসঙ্গত, ভিওন গ্রুপ ৬টি দেশে মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতি মাসে ২ কোটি ৬০ লাখ সক্রিয় গ্রাহককে ফিন্যান্সিয়াল সার্ভিস দিচ্ছে। কিছু দেশে প্রতিষ্ঠানটি ডিজিটাল লোন সার্ভিসও প্রদান করছে। 

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, বাংলাদেশ ১৭.৩ কোটি মানুষের একটি দেশ, যেখানে ব্যাংকিং সেবার পরিসর সীমিত। সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্প ও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিজিটালাইজেশন বাংলাদেশের জনগণের জন্য বিপুল সম্ভাবনা নিয়ে আসবে। বাংলালিংক এই যাত্রার প্রথম পর্যায়ে দেশের জনগণকে সেবা দেওয়ার বিশেষ সুযোগ পেয়েছে। এখন আমরা ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত।

ভিওনের গ্রুপ সিইও কান তেরজিওগ্লো বলেছেন, ডিজিটাল ব্যাংকিংয়ের প্রতি বাংলালিংকের আগ্রহ ডিজিটাল ক্ষমতায়নের প্রতি ভিওন-এর প্রতিশ্রুতিকে বিশেষভাবে প্রতিফলিত করে। -বিজ্ঞপ্তি