৯ এর উল্লাসে নতুন ক্যাম্পেইন নিয়ে এলো দারাজ

দেশের শীর্ষস্থানীয় মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ৯ বছরে পদার্পণ করলো। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নতুন ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ক্যাম্পেইনের নাম ৯ -এর উল্লাস।

‘এইটা, ঐটা, যেইটা লাগে, সবই কিনুন দারাজ-এ’ স্লোগান নিয়ে ক্যাম্পেইনটি আগামী ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লু ইয়াও, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশোসহ আরও অনেকে। এ ছাড়া উপস্থিত ছিলেন দারাজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মডেল ও অভিনেতা আফরান নিশো ও মডেল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে আমি দারাজের ৯ বছরের যাত্রার কথা স্মরণ করতে চাই। ছোট একটি পরিসর থেকে দেশসেরা ই-কমার্স মার্কেটপ্লেস হয়ে ওঠার গল্পটা অনেক রোমাঞ্চকর। এই সময়ে দারাজ নিজেদের পরিণত করেছে, পেয়েছে আলিবাবার প্রযুক্তিগত ও লজিস্টিক সহায়তা, সঙ্গে দূরদর্শী নেতৃত্বের দক্ষতা। সামাজিক উন্নয়নের পাশাপাশি আমরা পণ্যের গুণগত মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

দারাজের গ্রুপ চিফ কমার্শিয়াল অফিসার লু ইয়াও  বলেছেন, ক্রেতাদের নিত্য নতুন অফার দেওয়ার পাশাপাশি বিক্রেতাদের সব ধরনের সহায়তা দেওয়াই আমাদের নবম বর্ষপূর্তির প্রতিশ্রুতি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আলোকিত এবং স্মার্ট বাংলাদেশ গড়তে অবদান রাখতে পারি।