নতুন গেমিং ফোন হেলিও ৮০

হেলিও-৮০ নামে এডিসন গ্রুপ নতুন একটি গেমিং স্মার্টফোন নিয়ে এসেছে। যেটাতে আছে ১০এক্স জুম, ইআইএস (ইমেজ স্ট্যাবিলাইজেশন সিস্টেম) এবং অত্যাধুনিক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড-১৩। ফোনসেটটির দাম ১৬ হাজার ৯৯৯ টাকা।

হ্যালিও ৮০ হ্যান্ডসেটটিতে আছে ৬.৭ ইঞ্চির ১২০ হার্জের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং প্রটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস-৫। কন্টেন্ট স্ট্রিমিং, গেমিং বা দৈনন্দিন কাজে এই ডিসপ্লেটি আপনাকে দেবে অসাধারণ অভিজ্ঞতা।

চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেকের গেমিং চিপসেট ৬ ন্যানো মিটার হেলিও জি৯৯ এবং প্রসেসরে আছে বিদ্যুৎ গতির ২.২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দেবে মাল্টিটাস্কিং, গেমস খেলার নিশ্চয়তা।

এতে আছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইউএমসিপি৫ টাইপ ইন্টারনাল স্টোরেজ। ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকায় মাল্টিটাস্কিং করতে কোনও ধরনের সমস্যা হবে না।

হ্যান্ডসেটটিতে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য আছে ৫০০০ এমএএইচ বিগ ব্যাটারি আর সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জার।

হেলিও-৮০ সম্পর্কে এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, এডিসন গ্রুপ সবসময় চেষ্টা করে মানুষের সাধ্যের মধ্যে উন্নত প্রযুক্তির হ্যান্ডসেট সরবরাহ করতে। হেলিও-৮০ এরকমই একটি প্রচেষ্টার ফসল।

-বিজ্ঞপ্তি