ইউআইইউকে গবেষণায় সহযোগিতা দেবে নোডস ডিজিটাল

গবেষণা ও উন্নয়ন সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে নোডস ডিজিটাল লিমিটেড এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। 

সম্প্রতি নোডস ডিজিটাল লিমিটেড ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিকসের মধ্যে ইউনিভার্সিটির ক্যাম্পাসে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নোডস ডিজিটাল লিমিটেডের পরিচালক ড. এম রাশেদুল হক এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবটিকসের পরিচালক প্রফেসর সালেকুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। এসময় আরও অনেকে উপস্থিত ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সমঝোতা স্মারকটি প্রতিষ্ঠান দুটির মধ্যে সহযোগিতামূলক গবেষণা অংশীদারত্বের সুযোগকে উন্নীত করবে এবং সহজ করবে।