সবুজ থেকে নীল হচ্ছে হোয়াটসঅ্যাপের ভেরিফিকেশন চেকমার্ক

ভেরিফাইড চ্যানেল ও বিজনেসের জন্য নীল ভেরিফিকেশন চেকমার্ক চালু করেছে হোয়াটসঅ্যাপ। চেকমার্কটি আপাতত হোয়াটসঅ্যাপের নতুন বেটা আপডেটে চালু করা হয়েছে। সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড পুলিশ জানায়, অনলাইনে ব্যবসাকে আরও প্রসারিত করতে ব্যবহারকারীদের প্রতিষ্ঠানটি বিজনেস অথেনটিকেশন, ইমপারসনেশন প্রোটেকশন, অ্যাকাউন্ট সাপোর্ট এবং ফিচার সাপোর্ট দিচ্ছে।

ডব্লিউএবেটাইনফো’র সূত্রে জানা যায়, সম্প্রতি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের বেটা ২.২৩.২০.১৮ সংস্করণে চ্যানেলগুলোতে নীল চেকমার্ক দেওয়া শুরু হয়েছে। ভেরিফায়েড বিজনেস অ্যাকাউন্টগুলোও এটাতে আপডেট হয়ে যাবে।

বিজনেস অ্যাকাউন্টগুলোর জন্য প্রতি মাসে এর খরচ পড়বে প্রাথমিক পর্যায়ে ২২ ডলার করে। এদিকে ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য এটি উন্মুক্ত হবে। অপরদিকে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টের জন্য ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে আছে বলে জানায় সংবাদমাধ্যমটি। ডিজিটাল সমাজের প্রয়োজনে বিজনেস মার্কেটিংয়ে বিনিয়োগ করছে মেটা বলে মন্তব্য করে অ্যান্ড্রয়েড পুলিশ। সাম্প্রতিক এসব ফিচার ছাড়াও ডিজাইনে বড় রকমের পরিবর্তন নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।