চ্যাটলকের জন্য গোপন কোড আনছে হোয়াটসঅ্যাপ

নতুন একটি ফিচার এনেছে হোয়াটসঅ্যাপ যার মাধ্যমে ব্যবহারকারী চাইলে যেকোনও চ্যাটকে ফিঙ্গার প্রিন্ট, ফেসলক বা পাসকোডের মাধ্যমে গোপন রাখতে পারবেন। এজন্য সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি গোপন কোডের ফিচার নিয়ে কাজ করছে যার মাধ্যমে লক করা চ্যাটের ওপর আরও নিয়ন্ত্রণ আসবে ব্যবহারকারীর। এর মাধ্যমে ব্যবহারকারী তার প্রোটেকটেড চ্যাট ফোল্ডারকে কাস্টম পাসওয়ার্ড দিয়ে নিরাপদ করতে পারবে। আসন্ন এই সিকিউরিটি ফিচারটি হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বেটা ২.২৩.২১.৯ সংস্করণে দেখা গেছে বলে জানায় সংবাদমাধ্যম গেজেটস৩৬০।

পাশাপাশি ডাব্লিউএবেটাইনফো জানায়, হোয়াটসঅ্যাপ প্রোটেকটেড চ্যাট ফোল্ডারের জন্য একটি কাস্টম পাসওয়ার্ড আনতে যাচ্ছে। ফিচারটি ব্যবহারকারীকে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর দিচ্ছে। অ্যাপের সার্চবারে গোপন কোডটি টাইপ করে ব্যবহারকারী গোপন মেসেজে প্রবেশ করতে পারবে। একটি গোপন কোড কনফিগার করে ব্যবহারকারী সব ডিভাইসে তার চ্যাট লক করতে পারবে।

সংবাদমাধ্যমটি জানায়, নতুন এই ফিচারটি গুগল প্লে বেটা প্রোগ্রামে চালু হয়েছে। তবে ফিচারটি আপাতত টেস্টারদের জন্য চালু করা হয়নি। গোপন কোড চালু করার জন্য একটি প্রিভিউ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এটি করার জন্য কোনও ওয়ার্ড বা সাধারণ কোনও ইমোজি ব্যবহার করা যেতে পারে। ব্যবহারকারী চাইলে যেকোনও সময় গোপন কোডটি বাতিল করতে পারবে। হোয়াটসঅ্যাপের চ্যাটলক ফিচারটি চালু হয় গত মে মাসে।