‘দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনা হবে’

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের প্রতিটি নাগরিককে ডিজিটাল সংযুক্তির আওতায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে দেশের শতকরা ৯৮ ভাগ এলাকা ফোরজি মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। প্রতিটি ইউনিয়নে ফাইবার পৌঁছেছে। দেশের প্রতিটি গ্রাম এবং গ্রাম থেকে প্রতিটি গৃহে উচ্চগতির অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনার জন্য কাজ চলছে। ডিজিটাল সংযুক্তির মহাসড়ক নির্মাণে চলমান কর্মসূচি সফল করতে সরকারের পাশাপাশি মোবাইল টাওয়ার প্রতিষ্ঠান ইডটকোসহ বেসরকারি টেলিকম কোম্পানিগুলোর জোরদার ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ঢাকার একটি হোটেলে মালয়েশিয়ার মোবাইল টাওয়ার প্রতিষ্ঠান ইডটকোর বাংলাদেশে কার্যক্রম পরিচালনার এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশেম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইডটকো বাংলাদেশের চেয়ারম্যান আদলান তাজুদ্দিন এবং ইডটকো বাংলাদেশের কান্ট্রি ব্যবস্থাপনা পরিচালক সুনীল আইজ্যাক বক্তৃতা করেন।

মন্ত্রী বলেন, ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা লাভের ধারাবাহিকতায় ডিজিটাল সংযুক্তির শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সরকার। তিনি ফাইভজি প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বাংলাদেশ ফাইভজি প্রযুক্তি যুগে প্রবেশ করেছে।

ফাইভজি বাণিজ্যিকভাবে রোল আউট করার জন্য অবকাঠামো ও স্পেকট্রাম বরাদ্দের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমরা বাণিজ্যিকভাবে ফাইভজি প্রযুক্তি সম্প্রসারণের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করছি। তিনি ইডটকোতে নিয়োজিত বাংলাদেশি কর্মীদের শতকরা ২৫ ভাগ বিদেশে কাজ করার সুযোগ দেওয়া হয় জেনে প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইডটকোর চেয়ারম্যান গত ১০ বছরে বাংলাদেশে তাদের এই প্রতিষ্ঠানের পথচলার সফলতা তুলে ধরেন। তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অবদান রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে মন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠানের এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন।