অডিও এবং ভিডিও কল চালু করলো টুইটার

অডিও এবং ভিডিও কল সুবিধা চালু করলো সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)। সংবাদ মাধ্যম ভার্জ জানিয়েছে, অনেকেই এর অ্যাপ চালু করলে তাদের বার্তা দেখাচ্ছে, ‘অডিও অ্যান্ড ভিডিও কলস আর হেয়ার’ এছাড়া সেটিংসে ‘এনাবল অডিও অ্যান্ড ভিডিও কলিং’ নামে নতুন একটি টগল এসেছে। এটি চালু করার পরে ব্যবহারকারী কাদের থেকে কল নেবেন তার বিভিন্ন অপশন দেখা যাবে।

এরমধ্যে রয়েছে যারা অ্যাড্রেস বুকে রয়েছে, ব্যবহারকারী যাদের ফলো করে, ভেরিফায়েড ব্যবহারকারীদের থেকে শুধু অথবা সবার থেকে।

এর পরে সরাসরি মেসেজে প্রবেশ করে স্ক্রিনে উপরের ডান পাশে ফোন আইকনে ট্যাপ করে অডিও বা ভিডিও কল সিলেক্ট করলে তার কাছে কল চলে যাবে। সম্প্রতি একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এক্স-এর মালিক ইলন মাস্ক। মাস্ক জানান, এটি আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাক এবং পিসিতে এটি চালু করা হয়েছে এবং এর জন্য কোনও ফোন নম্বর লাগবে না।

তবে প্রাথমিকভাবে এটি কতোটা বিস্তৃতভাবে উন্মোচিত করা হয়েছে তা এখনও নিশ্চিত নয় বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি। আবার যারা প্রিমিয়াম ব্যবহারকারী নন, তারা এটি ব্যবহার করতে পারবে কি না তাও এখনও জানা যায়নি।