বন্ধ হয়ে যাচ্ছে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি

গুগলের অ্যাপ “গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি” থেকে সরে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ইতোমধ্যে অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের সরিয়ে গুগল টিভি অ্যাপে নিয়ে গেছে। গত অক্টোবরে বিভিন্ন স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড টিভি থেকে অ্যাপটি সরিয়ে ফেলেছে। সম্প্রতি প্রকাশিত হওয়া একটি ডকুমেন্টে গুগল প্লে মুভিজ অ্যান্ড টিভি অ্যাপ দিয়ে কেনা শো এবং মুভি কীভাবে দেখা যাবে সে সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে, কেননা এই জানুয়ারিতেই অ্যাপটি বন্ধ হয়ে যাবে।

সংবাদমাধ্যম ভার্জের সূত্রে গুগল জানায়, ব্যবহারকারীর যদি অ্যান্ড্রয়েড টিভি পরিচালিত টিভি অথবা স্ট্রিমিং ডিভাইস থাকে তাহলে জানুয়ারির ১৭ তারিখ থেকে এগুলো দেখা যাবে। আবার কারও যদি অ্যানড্রয়েড টিভি পরিচালিত ক্যাবল বক্স অথবা সেটটপ বক্স থাকে তাহলেও একই তারিখ থেকে ইউটিউব থেকে কেনা কনটেন্ট দেখা যাবে। অথবা ব্রাউজার দিয়েও দেখা যাবে।

নাইনটুফাইভগুগল জানায়, গুগল খুব ধীরে ধীরে তার আগের অ্যাপ থেকে দর্শকদের সরিয়ে নিচ্ছে এবং আগের অ্যাপ ও অ্যান্ড্রয়েড টিভি সবাইকে শপ ট্যাবের দিকে ঝুঁকতে বলছে। অর্থাৎ এই স্থানান্তরে খুব একটা সমস্যা হবে না বলে মন্তব্য করেছে সংবাদমাধ্যমটি।