গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে যেভাবে জেমিনিতে স্থানান্তর হবেন

সম্প্রতি গুগল তার এআই টুল বারডের নাম পরিবর্তন করে জেমিনি রেখেছে। টুলটি সম্প্রতি প্লে-স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটি খুব সহজে ডাউনলোড করে যে কেউ ব্যবহার করতে পারেন। ডাউনলোড করতে চাইলে প্লে-স্টোরে গিয়ে ‘গুগল জেমিনি’ লিখে সার্চ দিয়ে ডাউনলোড করে নেওয়া যাবে। এরপর অ্যাপটি চালু করে ‘মোর’ সিলেক্ট করে পরবর্তী পেজে টার্মসে ‘আই এগ্রি’ সিলেক্ট করলে চালু হয়ে যাবে। এরপর সেখানে ভয়েস, টেক্সট বা ইমেজ ব্যবহার করে সুবিধা নেওয়া যাবে অ্যাপটির।

শুধু তাই নয়, অ্যাপটি ইনস্টল করার পর ব্যবহারকারী চাইলে তার গুগল অ্যাসিস্ট্যান্টকে পরিবর্তন করে জেমিনিতে রূপান্তর করে নিতে পারে। রূপান্তরের ধাপটি নিচে দেওয়া হলো:

১. প্রথমে জেমিনি অ্যাপে গিয়ে উপরের ডান পাশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে।

২. সেখান থেকে সেটিংস সিলেক্ট করতে হবে।

৩. সেখান থেকে ডিজিটাল অ্যাসিস্ট্যান্স ফ্রম গুগল নির্বাচন করতে হবে।

৪. এবার জেমিনিকে ডিফল্ট ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিলেক্ট করে নিতে হবে।

৫. এটা পরিবর্তন করতে চাইলে একই পদ্ধতিতে গিয়ে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট পরিবর্তন করতে হবে।

আপাতত জেমিনি অ্যাপটি শুধু যুক্তরাষ্ট্রে অ্যান্ড্রয়েড ফোনের জন্য ইংরেজি ভাষায় চালু হয়েছে। খুব শিগগিরই এটি অন্যান্য ভাষায় চালু হবে।