মঙ্গলবারে ইন্টারনেটে ফিরতে পারে ‘পূর্ণগতি’

ইন্টারনেটে ভর করেছে কচ্ছপ গতি

ইন্টারনেটে ভর করেছে ধীরগতি। সাবেমেরিন ক্যাবলের মুম্বাই অংশে রিপিটার মেরামত করায় এই সমস্যা হয়েছে। মঙ্গলবার নাগাদ ইন্টারনেটে আগের গতি ফিরে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন।

গত কয়েকদিন ধরে ইন্টারনেটে গতি (সাবমেরিন ক্যাবলভিত্তিক ব্যান্ডইথের) কমেছে। সাবমেরিন ক্যাবলের (সি-মি-উই-ফোর) মুম্বাই অংশের রিপিটারে ত্রুটি দেখা দিয়েছে। মঙ্গলবারে এই ত্রুটির মেরামত শেষ হবে। বিএসসিসিএল- এর ব্যবস্থাপনা পরিচালক মো. মনোয়ার হোসেন বলেন, শুধু ক্যাবলের ওয়েস্টার্ন পার্টে (পশ্চিমাংশে) সমস্যা হয়েছে। ইস্ট পার্ট (পূর্বাংশ) ঠিক রয়েছে। মঙ্গলবার নাগাদ এই সসমস্যা দূর হয়ে যাবে।  

প্রসঙ্গত, সাবমেরিন ক্যাবল থেকে বাংলাদেশ বর্তমানে পাচ্ছে ২০০ গিগা ব্যান্ডউইথ আর ব্যবহার হচ্ছে মাত্র ৩০ গিগা। অন্যদিকে বেসরকারিভাবে ভারত থেকে আইটিসি (ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল ক্যাবল) -এর মাধ্যমে দেশে আসছে ১০০ গিগারও বেশি ব্যান্ডউইথ। এ কারণে যারা সাবমেরিন ক্যাবললের ব্যান্ডউইথ ব্যবহার করছেন তারাই কেবল ধীরগতিটা বুঝতে পারছেন।

দেশে ইন্টারনেটে সেবা দাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) -এর সভাপতি এম এ হাকিম বলেন ১১ মার্চ থেকে সাবমেরিন ক্যাবলের ওয়েস্টার্ন পার্টের মেরামত শুরু হয়েছে। ১৫ তারিখে শেষ হবে। মেরামতের কারণে ৫০-৬০ শতাংশ ব্যান্ডউইথ আমরা কম পাচ্ছি। এ কারণে গ্রাহকরাও কম গতি পাচ্ছেন। রিপিটার মেরামতের কাজ শেষ হলে ইন্টারনেটের গতি বাড়বে। 

জানতে চাইলে আইটিসি প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোমের চিফ স্ট্র্যাটেজিক অফিসার সুমন আহমেদ সাবির বাংলা ট্রিবিউনকে বলেন, আমরাতো সাবমেরিন ক্যাবল নির্ভর নই। এ কারণে আমাদের গ্রাহকদের কোনও সমস্যা হচ্ছে না।

/এইচএএইচ/