বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু, নেওয়া হচ্ছে ‘অর্ডার’

স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (২০ মে) সকালে প্রতিষ্ঠানটি তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে। 

প্রতিষ্ঠানটির যাত্রা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।

শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে শুরু করছে কার্যক্রম- ‘স্টারলিংক রেসিডেন্স’ এবং ‘রেসিডেন্স লাইট’। প্যাকেজ দুটির একটিতে মাসিক খরচ ৬০০০ টাকা, অপরটিতে ৪২০০। তবে যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ গুণতে হবে। এখানে কোনও ডাটা লিমিট নেই। ব্যবহারকারী প্রতি সেকেন্ডে ৩০০ মেগাবাইট পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।

স্টারলিংক জানিয়েছে, বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন। এর মাধ্যমে ৯০ দিনের মধ্যে যাত্রা শুরুর প্রত্যাশাটি বাস্তবায়িত হলো।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, কিছুটা খরুচে হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান এবং উচ্চগতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছায়নি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে। এনজিও, ফ্রিল্যান্সার এবং উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন।