বিরামহীন এসএমএস বন্ধ করতে বিটিআরসির পরামর্শ

মোবাইল ফোনে যখন তখন এসএমএস আসছে অপারেটরদের কাছ থেকে। বিভিন্ন অফারের এ ধরনের এসএসএম অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। অসংখ্য মেসেজের ভিড়ে প্রয়োজনীয় মেসেজটি খুঁজে পেতে অনেক সময় সমস্যা হয়।

মোবাইল গ্রাহকদের এই সমস্যা সমাধানের  উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ‘ডু নট ডিস্টার্ব’ বা ‘ডিএনডি’ নামের এই সেবার কথা জানিয়ে শনিবার (২৪ এপ্রিল) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিটিআরসি।  যদিও এই সেবাটি আগে থেকেই চালু আছে।  

বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, মোবাইল ফোনে প্রমোশনাল এসএমএস না পেতে চাইলে ইউএসএসডি কোড ডায়াল করে চালু করুন ‘ডু নট ডিস্টার্ব’ সেবা।  এই সেবা পেতে চাইলে গ্রামীণফোনের (১২১১১০১#), বাংলালিংকে (*১২১*৮*৬#), রবি ও এয়ারটেলে (৭#) টাইপ করে ডায়াল করতে হবে।