‘২০২৫ সালের মধ্যে সরকারের সব সেবা ডিজিটাল হচ্ছে’

আইসিটি রফতানি ১০০ কোটি ডলার অর্জিত হয়েছে।  ২০২৫ সালে তা ৫ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  তিনি বলেন,  ‘সরকারি, বেসরকারি ও অ্যাকাডেমিয়ার সম্মিলিত প্রয়াসে ডিজিটাল অর্থনীতি গড়ে তোলা হচ্ছে।’

বৃহস্পতিবার (২৪ জুন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এলআইসিটি প্রকল্প ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

আইটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের (সিইও) জন্য তিন মাসব্যাপী এই প্রশিক্ষণের আজ ছিল সমাপনী দিন।

ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে পলক বলেন, ‘চতুর্থ শিল্পবিপ্লব সামনে রেখে বেসরকারি খাতকে সহযোগিতা করতে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা ও প্রণোদনা দিচ্ছে। দেশেই ডিজিটাল ডিভাইস উৎপাদনে মেইড ইন বাংলাদেশ-আইসিটি ইন্ডাস্ট্রি স্ট্র্যাটেজির খসড়া প্রনয়ন করা হয়েছে।’ তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সম্মিলিত প্রয়াস এবং সহযোগিতার কারণেই করোনাকালেও দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকে।’

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৫ সালের মধ্যে সরকারের সব সেবা ডিজিটালাইজেশন করা হবে।  ইতোমধ্যে ৭ হাজারেরও বেশি ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লাখ মানুষকে সরকারের বিভিন্ন ধরনের সেবা অনলাইনে দেওয়া হচ্ছে।’ 

এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, অধ্যাপক শেখ মোরশেদ জাহান, বাক্কোর পরিচালক রাশেদ নোমান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক ড. ফরহাত আনোয়ার।

দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের ৫০ জন প্রধান নির্বাহী (সিইও)  তিন মাসব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন।