বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচার সেবা নেবে স্পাইস টিভি

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট স্পাইস টিভিকে সম্প্রচার সংক্রান্ত সেবাদান করবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) ও স্পাইস টেলিভিশন লিমিটেডের (স্পাইস টিভি) মধ্যে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার সেবা সংক্রান্ত একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার (২৮ জুলাই) ঢাকায় বিএসসিএল’র প্রধান কার্যালয়ে চুক্তিটি সই হয়।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন। বিএসসিএল’র পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম ও স্পাইস টিভি’র পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে অনেকেই উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের ৩৭তম টেলিভিশন চ্যানেল হিসেবে স্পাইস টিভি বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার সেবায় যুক্ত হলো।