ইনস্টাগ্রামে ১৬ বছরের নিচে হলেই ‘বাই ডিফল্ট প্রাইভেট’

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর বয়স ১৬ বছরের নিচে হলেই তার অ্যাকাউন্ট বাই ডিফল্ট প্রাইভেট হয়ে যাবে। আর এরফলে সেখানে অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্য কেউ লাইক অথবা কমেন্ট করতে পারবেন না।

সংবাদ মাধ্যম বিবিসি জানায়, দেখা যায় পাঁচজনে মাত্র একজন তাদের অ্যাকাউন্টকে প্রাইভেট করার পর ঘুরিয়ে আবারও পাবলিক করেছে।

সংবাদ মাধ্যমটি আরও জানায়, এই অ্যাকাউন্ট হোল্ডারদের নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে প্রাইভেট রাখার উপকারিতা কী। তবে কিছু গ্রুপের সমালোচনার পর প্রতিষ্ঠানটি জানায় তারা ১৩ বছরের নিচের জন্য নতুন অ্যাপের ব্যবস্থা করেছে।

তবে ফেসবুক জানিয়েছে, শিশুরা ইতোমধ্যে অনলাইন জগতে রয়েছে এবং তাদের সত্যিকারের বয়স প্রমাণের জন্য এমন কোনও নির্ভরযোগ্য পদ্ধতিও নেই। যদিও অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট বের করার জন্য এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট) ডেভেলপ করা হচ্ছে।