বাংলাদেশি ৫ ‍স্টার্টআপকে নিয়ে ডেমো ডে উদযাপন করলো দক্ষিণ কোরিয়া

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের অন্যতম উদ্যোগ হলো বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার যৌথ-আয়োজন আইডিয়াথন। এই প্রতিযোগিতার বিজয়ী সেরা ৫ বাংলাদেশি স্টার্টআপকে নিয়ে মঙ্গলবার (১৭ আগস্ট) ডেমো ডে উদযাপন করলো দক্ষিণ কোরিয়া।

এ উপলক্ষে কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টারে (কেপিসি) বাংলাদেশ ফ্রন্টিয়ার স্টার্টআপস বিজনেস প্রিপারেশন সাপোর্ট শীর্ষক ভার্চুয়াল ডেমো ডে সেরিমনি আয়োজন করা হয়। 

এই আয়োজনে বাংলাদেশি ৫ বিজয়ী স্টার্টআপ বিচারকদের সামনে প্রেজেন্টেশন দেন। এতে প্রথমস্থান লাভ করে এএনটিটি রোবোটিক্স লিমিটেড। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

পলক বলেন, শুধু অর্থনীতি নয়, আমরা একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করোনা পরিস্থিতিতে গণ-টিকাদানের মত চ্যালেঞ্জকে অতিক্রম করতে পেরেছি। আমরা যেন বাজারে নতুন ও উপযুক্ত উদ্ভাবন আনতে পারি এবং একাডেমিয়া থেকে শিল্পের মধ্যে একটি নতুন ব্যবসায়িক উদ্যোগ তৈরি করতে পারি সেই প্রচেষ্টা চলমান রয়েছে। 

বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বলেন, বাংলাদেশ সফলভাবে করোনা মহামারি মোকাবিলা করছে এবং এটি সত্যিই প্রশংসনীয়। রাষ্ট্রদূত আইডিয়াথন বিজয়ীদের (যারা দক্ষিণ কোরিয়ায় তাদের ৬ মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন) অভিনন্দন জানান। 

অনলাইন এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ কোরিয়ার কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টারের (কেপিসি) চেয়ারম্যান আন ওয়াং-জি। এই আয়োজনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও  আইডিয়া প্রকল্পের পরিচালক মো. আব্দুর রাকিব।

প্রসঙ্গত, মুজিব শতবর্ষে আয়োজিত আইডিয়াথনের বিজয়ী পাঁচ দল গত ডিসেম্বরে ৩ হাজার ১৪৭টি আবেদনকারীর মধ্যে কঠোর প্রতিযোগিতার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত হন। গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী অনুষ্ঠানে- কৃষিয়ান, ছবির বাক্স, চার ছক্কা লিমিটেড, এএনটিটি রোবোটিক্স লিমিটেড, রক্ষী লিমিটেড ও এই ৫ বাংলাদেশি স্টার্টআপ বিজয়ী হিসেবে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করে। গত ৮ মার্চ তারা ৬ মাসের বিশেষ প্রশিক্ষণ গ্রহণের জন্য দক্ষিণ কোরিয়ার উদ্দেশে যাত্রা করেন বিজয়ী দলগুলো ১০ জন তরুণ উদ্যোক্তা।