বাংলালিংকে অডিটর নিয়োগ

মোবাইল অপারেটর বাংলালিংকের নিরীক্ষা (অডিট) কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে অডিটর নিয়োগ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

মঙ্গলবার (২৪ আগস্ট) নির্বাচিত অডিট প্রতিষ্ঠানের সঙ্গে বিটিআরসি চুক্তি স্বাক্ষর করেছে।

মেসার্স মসিহ হক অ্যান্ড কোম্পানি অডিটর হিসেবে নিয়োগ পেয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী ৬ মাসের মধ্যে বাংলালিংককে অডিট করে দেবে প্রতিষ্ঠানটি। এজন্য প্রতিষ্ঠানটি পাবে ৮ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা।

বিটিআরসির ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং বিভাগের পরিচালক আফতাব মো. রাশেদুল ওয়াদুদ ও মেসার্স মসিহ হক অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা অংশীদার মসিহ মালিক চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।