ডেটাবার্ড লঞ্চপ্যাডে বিজয়ী ৬ আইডিয়া

‘ডেটাবার্ড লঞ্চপ্যাড ২০২১’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৬টি উদ্ভাবনী আইডিয়া বিজয়ী হয়েছে। ডেটাবার্ড লঞ্চপ্যাড প্রযুক্তিগত সমস্যা সমাধানে তরুণ উদ্ভাবকদের সহায়তাকারী একটি প্ল্যাটফর্ম।

বৃহস্পতিবার (৭ অক্টোবর)  রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

প্রফেশনাল ট্র্যাক বিজয়ী ‘রিমোটলি’ পুরস্কার পেয়েছে ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানার আপ  ‘এডুটেক’ ও ‘টিংকার্স টেকনোলজি লিমিটেড’ যথাক্রমে ১০ এবং ৫ লাখ টাকা পুরস্কার পেয়েছে। স্টুডেন্ট ট্র্যাক বিজয়ী ‘করি’কে পুরস্কার হিসেবে দু’টি ম্যাকবুক, প্রথম রানার আপ ওয়েবেলকে দু’টি ডেস্কটপ কম্পিউটার, দ্বিতীয় রানার আপ  ‘কু অ্যাস্পায়ার’কে দু’টি স্মার্ট ফোন উপহার হিসেবে দেওয়া হয়। এছাড়া বিশেষ পুরস্কার হিসেবে ‘ত্রিমাত্রিক’ ও ‘মেইনলি কোডিং’কে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. সাজ্জাদ হুসেইন,বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. মেজবাউল হক, ডেটাবার্ডের সিসিও সাদিয়া হক।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বর্তমানে চতুর্থ শিল্পবিপ্লবে যুক্ত হওয়ার এক মোক্ষম সময়। একটি সমৃদ্ধ, উন্নত, দারিদ্র্যমুক্ত এবং ন্যায়সঙ্গত জাতি হিসেবে প্রস্তুত হতে হলে আগামী দুই দশকে আমাদের স্থানীয় প্রতিভার অভূতপূর্ব উদ্ভাবনের প্রয়োজন হবে।’ 

ডেটাবার্ডের প্রধান নির্বাহী কাশেফ রহমান বলেন, ‘প্রযুক্তির সাহায্যে জাতীয় সমস্যা সমাধানে প্রয়োজনীয় চিন্তাধারা চিহ্নিত ও তা উন্মোচন করাই ছিল ‘ডেটাবার্ড লঞ্চপ্যাড ২০২১’ এর সূচনার লক্ষ্য। লঞ্চপ্যাড ২০২১-এ  ৫০টির বেশি দল অংশ নিয়েছে এবং ছাত্র ও পেশাদার উভয় ট্র্যাক থেকে বিজয়ী ঘোষণার মাধ্যমে এ আয়োজনটি শেষ হলো।