রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে কী বলছে টুইটার?

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ডানপন্থীরা তুলনামূলক বেশি সুবিধা পাচ্ছে। দেখা গেছে, টুইটারের অ্যালগরিদম বামঘেঁষা দলগুলোর চেয়ে ডানঘেঁষা দলগুলোর টুইট ও অন্যান্য খবরাখবর বেশি পরিমাণে ব্যবহারকারীদের কাছে তুলে ধরছে। নিজেদের এক গবেষণায় তারা এ তথ্য জানিয়েছে।

অবশ্য সংস্থাটি দাবি করছে যে, তারা এর কার্যকরণ এখনও ধরতে পারছে না। অ্যালগরিদমের এই বিপত্তি ইতোমধ্যে তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

টুইটার বিশ্বের ৭টি দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, জাপান ও স্পেন) রাজনৈতিক দলগুলো ও তাদের কর্মীদের টুইট পর্যবেক্ষণ করেছে। গত বছরের ১ এপ্রিল থেকে ১৫ আগস্ট পর্যন্ত করা লাখ লাখ টুইট বিশ্লেষণ করে তারা এই অ্যালগরিদম-বিভ্রাট সম্পর্কে নিশ্চিত হয়েছে।

টুইটারের মেটা টিম জানিয়েছে, অ্যালগরিদমের এই বিস্ময়কর ব্যাপারটির কারণ অনুসন্ধান করা কোম্পানিটির পরবর্তী লক্ষ্য। এ-সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর এখন পর্যন্ত তাদের কাছে নেই।

গবেষকেরা ধারণা করছেন, রাজনৈতিক দলগুলোর নিজেদের কৌশলের পার্থক্যই হয়তো তাদের করা টুইটগুলোর প্রচার-প্রসারের পার্থক্যের একটা কারণ হতে পারে। তারা আরও বলছেন, টুইটারের অ্যালগরিদম উগ্রবাদীদের রাজনৈতিক মতাদর্শকে লালন করে, গবেষণা এমনটা বলে না

সূত্র: বিবিসি