হোয়াটসঅ্যাপের লাস্ট সিন অপশনের আওতা বাড়ছে

হোয়াটসঅ্যাপে লাস্ট সিন অপশনে সীমাবদ্ধতা রয়েছে। বর্তমানে লাস্ট সিন না দেখানোর জন্য অপশন রয়েছে তিন ক্যাটাগরিতে। সেটা হলো এভরিওয়ান, ইয়োর কন্ট্যাক্টস অনলি ও নো ওয়ান। সম্প্রতি জানা যায়, ফিচারটিকে আরও বিস্তৃত করার কাজ করছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারী নির্দিষ্ট ব্যক্তি ধরে নির্বাচন করতে পারবেন যে কাকে তিনি লাস্ট সিন দেখাবেন, কাকে দেখাবেন না।

সংবাদমাধ্যম উবার গিজমো জানায়, অপশনটির নাম হবে মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট। এর মাধ্যমে কন্টাক্টসে থাকা নম্বরগুলোর মধ্যেই নির্বাচন করা যাবে—লাস্ট সিন দেখার সুযোগ কাকে দেওয়া যায়। অর্থাৎ যাকে দেখতে দেবেন বা যাকে দেবেন না তার নম্বর কন্টাক্ট লিস্টে থাকতে হবে।

সুবিধাটি এখন বেটা সংস্করণে আছে। শিগগিরই উন্মুক্ত হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।