বন্ধ হচ্ছে অ্যাপল স্টোর

গেলো কয়েক সপ্তাহ যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে করোনার কারণে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপল স্টোর। কর্মীরা কোভিডে আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নিচ্ছে অ্যাপল। সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানায়, এক দিনেই কানাডায় ৭টি স্টোর বন্ধ করেছে অ্যাপল।

রিপোর্ট অনুযায়ী, কোনও স্টোরের ১০ শতাংশ কর্মী কোভিডে আক্রান্ত হলেই বন্ধ করে দেওয়া হচ্ছে সেই স্টোর। মূলত এবারের ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়ানোর হার বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রে সংক্রমণের হারও বেশি। অবস্থার পরিবর্তনের জন্য অ্যাপলের অন্যান্য সিদ্ধান্তের মধ্যে রয়েছে মাস্ক পরা বাধ্যতামূলক এবং দেরিতে অফিস চালু করা।

সংবাদ মাধ্যম নাইনটুফাইভম্যাক জানায়, অ্যাপল আরও একটি বিষয় চালু করেছে, সেটা হলো অনেক মেট্রো এলাকায় দুই ঘণ্টার মধ্যে ডেলিভারি করা যায়, এমন এলাকায় বিনামূল্যে ডেলিভারি দিচ্ছে অ্যাপল। এই সুবিধা ক্রিসমাস পর্যন্ত থাকবে। অ্যাপল জানায়, অফার চলাকালীন স্টোরগুলোতে ক্রেতাদের ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।