আইফোন ১৪ প্রো’তে থাকতে পারে এ১৬ চিপ

আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স একমাত্র মডেল, যেখানে ব্যবহার করা হতে পারে অ্যাপলের এ১৬ চিপ। এমনটাই ধারণা দিয়েছে নাইনটুফাইভম্যাকের বরাতে অ্যাপল বিশ্লেষক কুয়ো। একটি ট্যুইটে তিনি জানান, অ্যাপল ১৪ এবং ১৪ ম্যাক্সে ব্যবহার করা হতে পারে এ১৫ চিপ, যা ইতোমধ্যে আইফোন ১৩-তে ব্যবহার করা হয়েছে।

এছাড়াও কুয়ো জানান, আইফোন ১৪ মডেলে ব্যবহার করা হবে ৬জিবি র‌্যাম। আর দুটি সর্বোচ্চ মডেলে মেমোরি হিসেবে থাকবে এলপিডিডিআরএস মেমোরি। তুলনামূলক সাশ্রয়ী সংস্করণে থাকবে আইফোন ১৩-এর এলপিডিডিআর ৪এক্স মেমোরি।

ভার্জ জানায়, কুয়ো আরও ভবিষ্যৎ বাণী করেন, আইফোন ১৪ ম্যাক্সের ডিসপ্লে হবে ৬.৭ ইঞ্চি। তার ধারণা সঠিক হলে এই প্রথম আইফোন তার প্রো মডেলের ডিসপ্লে সাশ্রয়ী মডেলে ব্যবহার করবে। এছাড়া তার আরও একটি ভবিষ্যৎ বাণী হলো— নতুন আইফোনটি হবে নচবিহীন এবং এর স্ক্রিনের নিচে ফেস আইডি’র হার্ডওয়্যার লুকানো থাকবে। তবে অ্যাপল প্রাতিষ্ঠানিকভাবে আইফোন ১৪-এর বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে আশা করা যাচ্ছে, বরাবরের মতোই এবারের শরতে আইফোনের ইভেন্ট অনুষ্ঠিত হবে।