হোয়াটসঅ্যাপে লাস্ট সিন নির্দিষ্ট মানুষকে দেখানোর সুযোগ আসছে

কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ ইমোজি রিঅ্যাকশনের ফিচার চালু করেছে। ধারণা করা হচ্ছে, প্রতিষ্ঠানটি কিছুদিনের মধ্যই নতুন আরও একটি ফিচার চালু করবে। সম্প্রতি হোয়াটসঅ্যাপের আইওএস বেটা সংস্করণে নতুন একটি ফিচার এসেছে। এতে ব্যবহারকারীর কন্ট্যাক্টে থাকা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে তার লাস্ট সিন দেখার অনুমতি দিতে পারবে। এমনটি জানিয়েছে ডব্লিউএবিটাইনফো।

সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, লাস্ট সিন হলো এমন একটি ফিচার, যার মাধ্যমে ব্যাবহারকারী সর্বশেষ কখন অ্যাপটিতে প্রবেশ করেছিল সেটা দেখা যায়। অপর প্রান্তের ব্যক্তি যদি বুঝতে চায়, সেই ব্যবহারকারী তার দেওয়া মেসেজটি পড়েছেন কিনা, তার জন্য লাস্ট সিন অপশনটি দেখলেই হয়। কেননা, ব্যবহারকারী যদি তার রিড রিসিপ্ট অপশন বন্ধও রাখে তাহলেও লাস্ট সিন দেখে বোঝা যায় যে, মেসেজটি পাঠানোর পরে তিনি অ্যাপটিতে প্রবেশ করেছেন কিনা।

এজন্য হোয়াটসঅ্যাপ তার আইওএসের বেটা সংস্করণ ২২.৯.০.৭০ -এর প্রাইভেসি সেটিংসে নতুন মাই কন্ট্যাক্টস অ্যাকসেপ্ট অপশন চালু করেছে লাস্ট সিন সেকশনের ভেতরে। ডাব্লিউএবিটাইনফো জানায়, এই লিস্টে কাউকে অ্যাড করা মানেই লাস্ট সিন দেখার অনুমোদন থেকে তাকে বাদ দেওয়া হচ্ছে। এছাড়া অ্যাপটির প্রোফাইল ফটো এবং অ্যাবাউট সেকশনে প্রাইভেসির নিয়ন্ত্রণ আরও  বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।