নতুন আরও ফিচার আসছে হোয়াটসঅ্যাপে

ফেসবুক চ্যাটিংয়ের মতো হোয়াটসঅ্যাপের মেসেজেও ইমোজি রিঅ্যাকশন দেওয়া যাবে। আবার ফাইল ট্রান্সফার করা যাবে দুই গিগা পর্যন্ত, যা এখন আছে মাত্র ১০০ মেগাবাইট। এপ্রিল মাসে মেটার পক্ষ থেকে জানানো হয়— খুব শিগগিরই ফিচারগুলো আসছে।

সংবাদ মাধ্যম ভার্জ জানায়, এটা হতে পারে দু’একদিনের ভেতরেই। সেই সঙ্গে আকৃতি বড় করা হয়েছে গ্রুপ চ্যাটিংয়েরও।

ইমোজি রিঅ্যাকশনের প্রথম যখন ঘোষণা এসেছিল, তখন জানানো হয়েছিল— প্রথম দিকে অল্পকিছু ব্যবহার করা যাবে। পরে আস্তে আস্তে সব ব্যবহার করা যাবে। ইমোজি রিঅ্যাকশন খুবই কার্যকর একটি ফিচার। যে কারণে স্ল্যাক বা টেলিগ্রামের মতো অ্যাপগুলোও এগুলো চালু করেছে। আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের আকৃতিও করা হয়েছে দ্বিগুণ। অর্থাৎ তা ২৫৬ থেকে বাড়িয়ে ৫১২ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপের ব্লগপোস্টে জানানো হয়, বড় গ্রুপ খুব ধীরে চলে। এদিক দিয়ে ইমোজি রিঅ্যাকশন ফাইলের আকৃতিগুলোকে তুলনামূলক ছোট করে আনবে। মেটার একজন মুখপাত্র ভিসপি ভোপতি বলেন, ‘প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী এক সপ্তাহের ভেতরে ফিচারগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার। তবে ইতোমধ্যেই অনেকে ফিচারগুলো পেয়েছেন।