৬ বছরে টুইটারের ব্যবহারকারী চারগুণ করতে চান মাস্ক

সবার মনেই একটি প্রশ্ন— ইলন মাস্কের হাতে টুইটার যাওয়ার পর তার ভবিষ্যৎ কেমন হতে পারে? প্রকৃত পক্ষে ইলন মাস্ক টুইটারকে কেবল তার হাতে এনেছে। সুতরাং, এর প্রাতিষ্ঠানিক ঘোষোণা হতে এখনও বেশ সময় বাকি আছে। তবে ইতোমধ্যেই মাস্ক তার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী, তার বিনিয়োগকারীদের কাছে উপস্থাপন করতে চাচ্ছেন— ভবিষ্যতে কেমন ফান্ড তার প্রয়োজন হতে পারে। এ বিষয়ে নিউইয়র্ক টাইসমের সূত্রে বিনিয়োগকারীদের কাছে দেওয়া একটি প্রস্তাবনা থেকে কিছু ধারাণা পাওয়া গেছে।

প্রথমেই ২০২১ সালের শেষে টুইটারের মাসিক ব্যবহারকারী ২১৭ মিলিয়ন থেকে বাড়িয়ে ২০২৫ সালের মধ্যে তা ৬০০ মিলিয়নে আনা। এরপর ২০২৮ সালের মধ্যে তা ৯৩১ মিলিয়নে পৌঁছানো। অর্থাৎ, বর্তমানের তুলনায় তা হবে চারগুণেরও বেশি। সেখানে আরও উল্লেখ করা হয়, কিছু সার্ভিসের জন্য পেইড সাবস্ক্রাইবারের ব্যবস্থা করা হবে। সেখানে ব্যবহারকারীর সংখ্যা থাকবে ১০৪ মিলিয়ন। তবে সেই সার্ভিসগুলো কী সার্ভিস হবে, তা উল্লেখ করা হয়নি।

আরও উল্লেখ করা হয়, ২০২৮ সালের মধ্যে টুইটারের রেভিনিউ বেড়ে ২৬ দশমিক ৪ বিলিয়ন ডলার হবে। গত বছর যার পরিমাণ ছিল ৫ বিলিয়ন ডলার। এনগেজেট জানায়, বর্তমানে টুইটারের রেভিনিউয়ের ৯০ শতাংশই আসে বিজ্ঞাপন থেকে। তবে আগামী ২০২৮ সালের মধ্যে বিজ্ঞাপন থেকে রেভিনিউয়ের হার কমিয়ে ৪৫ শতাংশে আনা হবে। অর্থাৎ বিজ্ঞাপন থেকে আসবে ১২ বিলিয়ন ডলার, আর সাবস্ক্রিপশন থেকে আসবে ১০ বিলিয়ন ডলার।

আর এই লক্ষ্যে পৌঁছাতে মাস্ক আশা করছেন, ২০২৫ সালের ভেতরে টুইটারে পেইড ইউজার থাকবে ৬৯ মিলিয়ন এবং ২০২৮ সালের মধ্যে তা বেড়ে হবে ১৫৯ মিলিয়ন। তবে নিউইয়র্ক টাইমস এসবের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি।