কী আছে হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে

নতুন একটি ফিচার ডেভেলপ করছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে অনলাইন স্ট্যাটাস লুকানোর সুবিধা থাকছে। এমনটিই জানা গেছে ডব্লিউএবিটাইনফো থেকে। সম্প্রতি সাইটটি প্রাইভেসি সেটিংয়ের একটি স্ক্রিনশট শেয়ার করেছে। সেখানে দেখা গেছে, একজন ব্যবহারকারী নির্ধারণ করে দিতে পারবে—তার লাস্ট সিন অপশন কাকে দেখাতে চায়।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট জানায়, গত এপ্রিলে  একটি বেটা সংস্করণ ছাড়ার পর সেখানে ‘মাই কন্ট্যাক্টস একসেপট’ নামে একটি অপশন যোগ করেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে স্ট্যাটাস লুকিয়ে রাখার ওপরে ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরও বাড়লো। এতদিন অ্যাপটিতে রিড রেসিপেন্ট অপশনে কন্ট্যাক্টে যে ব্যক্তিদের রেস্ট্রিক্ট করে রাখা হতো, সেসব ব্যক্তিও মেসেজে ঢুকলেই তার লাস্ট সিন অপশনটি দেখতে পেতেন।

কিন্তু এখন নতুন স্ক্রিনশটে দেখা যাচ্ছে, অনলাইন স্ট্যাটাস ফিচারটিও রেস্ট্রিক্ট করা ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা যাচ্ছে। তবে প্রাইভেসির এমন একটি ফিচার আনতে হোয়াটসঅ্যাপ অনেক দেরি করে ফেলেছে বলেই মন্তব্য করে সংবাদমাধ্যমটি। তারপরও দিন শেষে ফিচারটি চালু করার বিষয়টি প্রশংসনীয় বলে মন্তব্য করে এনগেজেট।