অ্যান্ড্রয়েডের জন্য দ্রুত গতির আউটলুক অ্যাপ আনছে মাইক্রোসফট

অ্যান্ড্রয়েডের জন্য হালকা (লাইট) এবং দ্রুত গতির আউটলুক অ্যাপ নিয়ে কাজ করছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রোসফট ৩৬৫ রোডম্যাপের সঙ্গে একে যুক্ত করেছে। আউটলুক লাইট অ্যাপটিতে আউটলুকের মূল সুবিধাগুলো পাওয়া যাবে। এটি মূলত লো এন্ড ডিভাইসে যেকোনও নেটওয়ার্কে যেন কাজ করা যায় সেই দিক বিবেচনা করে তৈরি করা হচ্ছে। অ্যাপটি চলতি মাসেই বাজারে আসতে পারে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ভার্জ।

এদিকে জেডডিনেট জানায়, কয়েকটি দেশে ইতোমধ্যেই অ্যাপটি চালু হয়ে গিয়েছে। আশা করা যাচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই অ্যাপটি ব্যাপকভাবে চালু হবে। তবে এই লাইট অ্যাপে কাজ করবে শুধু আউটলুক, হটমেইল, লাইভ এবং এমএসএন অ্যাকাউন্ট। এটি কোনও ওয়ার্ক অথবা স্কুল অ্যাকাউন্টে কাজ করবে না।

ভার্জ জানায়, আউটলুক মোবাইল অ্যান্ড্রয়েড ইমেইল অ্যাপগুলোর ভেতরে বেশ জনপ্রিয়। প্লেস্টোর থেকে এটি ৫০০ মিলিয়নের উপরে ডাউনলোড হয়েছে। এদিকে উইন্ডোজের জন্যও নতুন আউটলুকের পরিকল্পনা করছে মাইক্রোসফট। অ্যাপটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি আউটলুক অন দ্য ওয়েবের আদলে করা। আশা করা যাচ্ছে এ বছরই এটি পুরোনো আউটলুককে স্থানান্তর করবে।