হোয়াটসঅ্যাপের ম্যাসেঞ্জার সার্ভিসের নিরাপত্তা দুর্বল করা হবে না

হোয়াটসঅ্যাপ প্রধান বলেছেন, তাদের ম্যাসেঞ্জার সার্ভিসের নিরাপত্তাকে কোনোভাবে দুর্বল করা হবে না। যদি সরকারের পক্ষ থেকে বলা হয় এনক্রিপশনকে দুর্বল করার জন্য– সেটাকে মেনে নেওয়া খুবই বোকামি হবে।

বিবিসি’র কাছে উইল ক্যাথকার্ট মন্তব্য করেন, সম্প্রতি সরকার পরিকল্পনা করেছে ব্যক্তিগত মেসেজে শিশু যৌন হয়রানিমূলক ছবি স্ক্যান করবে। তবে ন্যাশনাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু চিলড্রেন (এনএসপিসিসি) হোয়াটসঅ্যাপের এই অবস্থানের সমালোচনা করেছে। কেননা তারা মনে করে শিশুদের যৌন অপব্যবহারের প্রথম সারিতেই রয়েছে ডিরেক্ট ম্যাসেজ। সরকারের পক্ষ থেকে জানানো হয়, টেক প্রতিষ্ঠানগুলোর উচিত এই বিষয়টিকে সামলানো। এটি অনলাইন সেফটি বিলের একটি অংশ।

সরকারের একজন মুখপাত্র বলেন, ‘এই অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন তাদের সম্পূর্ণ অন্ধ করে রেখেছে আর এই বিষয়ের ভয়াবহতাকে তারা মোটেও উপেক্ষা করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারাবাহিকভাবে প্রযুক্তি সেক্টরের সঙ্গে ইনোভেটিভ প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছি। যেন জনগণ পর্যায়ে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হয়।’

সমস্যাটি সম্প্রতি শুরু হয়েছে। ইউকে’র সরকার এমন একটি টুল ডেভেলপ করতে বলেছে, যার মাধ্যমে অনাকাঙ্খিত ছবি আদান-প্রদানের বিষয়টি নিয়ে কাজ করতে পারে। কিন্তু এটি করলে মূলত অ্যান্ড-টু-অ্যান্ডের মূল ধারনাটিই আর থাকে না।

মি. ক্যাথকার্ট বিবিসি নিউজকে বলেন, ‘কোনও একটি দেশের শর্ত অনুযায়ী আমরা যদি নিরাপত্তার মানকে নিম্ন করে ফেলি তাহলে সেটি হবে খুবই বোকার মতো একটি সিদ্ধান্ত। কেননা আমরা দুই শতাংশ ব্যবহারকারীর জন্য জন্য ৯৮ শতাংশ ব্যবহারকারীকে আশাহত করতে পারি না।’