চীনের সাশ্রয়ী ফোন বিক্রি সীমিত করলো ভারত

দেশের ক্ষতিগ্রস্ত মোবাইল নির্মাতাদের উঠে দাঁড়াতে চীনের সাশ্রয়ী মোবাইল ফোন বিক্রি সীমিত করলো ভারত। এর মধ্যে শাওমি করপোরেশনের মোবাইলও রয়েছে। ১২ হাজার রুপি বা দেড়শ ডলারের নিচের ফোনগুলোতে এই নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সাশ্রয়ী ফোনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বাজারে চীনের আধিপত্য ঠেকাতে মূলত এমন পদক্ষেপ।

এমন সিদ্ধান্তে ভারতে বিশেষ করে শাওমি এবং এর সহযোগী ফোনগুলোতে প্রভাব পড়বে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। কোভিড মহামারিতে লকডাউনের প্রভাবে ভারতের বাজারই ছিল প্রতিষ্ঠানগুলির একটি উপযুক্ত বাজার। মার্কেট ট্র্যাকার কাউন্টার পয়েন্টের দেওয়া তথ্য অনুযায়ী, দেড়শ ডলারের নিচের ফোনগুলো ভারতে ২০২২-এর তৃতীয় ত্রৈমাসিকের বিক্রির ৮০ শতাংশ শিপমেন্ট-এ প্রভাব ফেলেছে।

এদিকে হংকং এর সঙ্গেও শাওমির ব্যবসা সম্প্রতি নিম্নমুখী হয়েছে। আর এ বিষয়ে ভারতে নরেন্দ্র মোদির সরকার নতুন কোনও নীতি ঘোষণা করবে নাকি অন্য কোনও ইনফরমাল চ্যানেল ব্যবহার করবে; সেটা এখনও পরিষ্কার নয় বলে মন্তব্য করেছে আলজাজিরা। 

আবার অর্থ আত্মসাৎ এবং ট্যাক্স সংক্রান্ত কারণে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান যেমন শাওমি, অপ্পো এবং ভিভোকে তাদের দেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় রেখেছে। ইতোপূর্বে হুয়াওয়ে এবং জেডটিই প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছিল ভারত। তবে এসব সিদ্ধান্ত অ্যাপল এবং স্যামসাংয়ের উপর কোনও প্রভাব ফেলবে না বলে জানায় সংবাদমাধ্যমটি।