সিদ্ধান্ত নিয়েই তা পরিবর্তন করলেন মাস্ক

টুইটারে ধুসর রংয়ের নতুন একটি ভেরিফিকেশন মার্ক চালু করেন ইলন মাস্ক। কিন্তু কয়েক ঘণ্টা পরেই সেটাকে বাতিল করে দেন তিনি। এ ব্যাপারে তিনি একটু কঠিনভাবেই বললেন, তিনি সেটাকে হত্যা করেছেন। এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সংবাদমাধ্যমটি জানায়,সম্প্রতি টুইটারে ধুসর রঙের একটি নতুন ব্যাজ চালু করে। ব্যাজটি তৈরি করা হয়েছিল সরকারি অ্যাকাউন্ট, বড় বড় ব্র্যান্ড এবং মিডিয়া হাউজগুলোর জন্য। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজমেন্ট’র পরিচালক ক্রফোর্ড বলেন, এমনটি করা হয়েছিল মূলত যারা মাসে ৮ ডলার দিয়ে ব্লু চেকধারী হয়েছে তাদের থেকে আলাদা করার জন্য।

সিএনএন জানায়, বুধবার (৯ নভেম্বর) সকালে ফিচারটি চালু হলেও তার কয়েক ঘণ্টা পর সকালেই সেটি আবার হারিয়ে যায়। এ বিষয়ে মাস্ক বলেন, আগামী কয়েক মাস টুইটার এমন অনেক কিছুই পরীক্ষা-নিরীক্ষা চালাবে। এরমধ্যে যেগুলো কার্যকর সেগুলোকে স্থায়ী করা হবে।

ব্লু চেক নিয়ে মাস্কের কর্মকাণ্ড বেশ ভালোই সমালোচনার শিকার হয়েছে। ইলেকশন সিকিউরিটি এক্সপার্টরা মন্তব্য করেন,খারাপ লোকজন টাকা খরচ করে ব্লু চেকধারী হবে। এরপর তারা তাদের ডিসপ্লের নাম পরিবর্তন করে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করবে।

এদিকে ক্রফোর্ড বলেন, আগের সব ভেরিফাইড অ্যাকাউন্ট  টুইটারের অফিশিয়াল লেবেলটি পাবে না। এটি  পাবে মূলত সরকারি অ্যাকাউন্ট,  ব্যবসায়িক প্রতিষ্ঠান,  ব্যবসায় অংশীদার,  বড় বড় মিডিয়া, প্রকাশক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। তিনি আরও বলেন ব্লু চেকের জন্য কোনও আইডেন্টিটি ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে না।